ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এখন পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
শনিবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, মোট নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৩৩৯ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৩০৪ জন।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটিতে অবস্থানরত ৯৫ হাজার ৬৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন। এরপর কাতার থেকে নিবন্ধন করেছেন ৩০ হাজার ৩৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২১ হাজার ৯২১ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২১ হাজার ২৮২ জন প্রবাসী।
প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধনের সুযোগ থাকবে।
এর আগে কমিশন জানিয়েছিল, বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই নিবন্ধন কার্যক্রম ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উন্মুক্ত থাকবে। পরবর্তীতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

