AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৫ এএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

হাদির ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

ফাহিম ফারুকী বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ বার্তা দিতে চেয়েছে—নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। সে কারণেই নির্বাচন ভেস্তে দেওয়ার লক্ষ্যে সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এই নিষ্ক্রিয়তার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। অবিলম্বে তার পদত্যাগ এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ছয় ঘণ্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

তিনি আরও বলেন, ‘আমরা নিত্যপণ্যের দামের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই।’

হাদির শারীরিক অবস্থা প্রসঙ্গে ফাহিম ফারুকী জানান, তিনি এখনো শ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা তার পাশে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে হাদির শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে মাথায় ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়া গুলিটি তার মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’, যা অত্যন্ত জটিল ও প্রাণঘাতী।

তিনি আরও জানান, হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। আপাতত তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা হচ্ছে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!