নীলফামারীর ডিমলায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা লেগে স্বদেশ রায় (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের ভাটিয়াপাড়া গাড়ি স্কেলের সামনে ঘটে।
নিহত স্বদেশ রায় বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতার আবাইনটারির তারাপদ রায়ের ছেলে এবং সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা মেট্রো ট-১১-২৭৯৪ নম্বরের একটি ধান বোঝাই ট্রাক ডিমলা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে ভাটিয়াপাড়ার গাড়ি স্কেলের সামনে স্বদেশ রায় হেলমেটবিহীন সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে ট্রাকটি ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা লাগে। এতে তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে কান দিয়ে রক্তক্ষরণ ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। স্থানীয়রা মনে করেন, হেলমেট পরা থাকলে হয়তো স্বদেশ রায়ের মৃত্যু প্রতিরোধ করা যেত।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

