AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: ৪ বন্দরে ২ নম্বর সংকেত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৫ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: ৪ বন্দরে ২ নম্বর সংকেত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলঘেঁষা সাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ক্রমেই উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার না যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি (নং-০৬) এ বিষয়টি জানানো হয়।

তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ শুক্রবার দুপুর ১২টার সর্বশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি ছিল—চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৯৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে,কক্সবাজার বন্দর থেকে ১,৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বেড়েছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী সাগর এলাকায় তীব্র উত্তাল অবস্থা বিরাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!