AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৬:১১ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।বুধবার (২৬ নভেম্বর) “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণে খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। পাহাড়ে পশুপালন সম্ভাবনাময় একটি খাত হতে পারে। প্রাণিসম্পদ প্রদর্শনী খামারিদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সরাসরি জানার সুযোগ তৈরি করে।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টল সাজানো হয়, যা সাধারণ মানুষ ও খামারিদের আকর্ষণ করে। প্রদর্শনী স্থলে বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, ভেটেরিনারি উদ্ভাবনসহ নানা প্রদর্শনী উপস্থাপন করেন।

আলোচনা শেষে শ্রেষ্ঠ খামারিদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) নোমান ইবনে হাফিজ এবং জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহমেদ প্রমুখ।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!