দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি ও প্রাণী সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। তিনি বেলুন উড়িয়ে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. একে এম ফজলুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, ডা. সুকেশ চন্দ্র বৈদ্য প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার পর অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে স্থানীয় খামারী, শিক্ষার্থী ও সাধারণ জনসাধারণ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

