AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“স্বৈরাচার ও বাকশালীদের ঠাঁই এই বাংলাদেশে আর হবে না” – ভিপি সাদিক কায়েম


Ekushey Sangbad
জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
০৭:৫৭ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

“স্বৈরাচার ও বাকশালীদের ঠাঁই এই বাংলাদেশে আর হবে না” – ভিপি সাদিক কায়েম

ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও বাকশালীদের কবর রচনা হয়েছে। ভারতের মন্ত্রে এদেশ চালানো স্বৈরাচারীদের এদেশে আর কোনো ঠাঁই হবে না। জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা তিনটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইসলামি ছাত্রশিবির ববি শাখা কর্তৃক আয়োজিত “এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প ২০২৫” এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর হাসিনার আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনে দুপুরে হত্যা করেছিল। বর্তমানে একটি দল চাদাবাজি ও টেন্ডারবাজি করে বেড়াচ্ছে। জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।”

ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। কুরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের চরিত্র গঠন করতে শেখায় সংগঠনটি। গত ষোল বছর হাসিনা আমাদের ট্যাগিং ও ফ্রেমিং করে শিক্ষার্থীদের থেকে দূরে রাখেছে, এমনকি হত্যার বৈধতা দেওয়া হয়েছিল।”

ছাত্রশিবির ববি শাখার সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনসহ অনেকে। অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!