যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলীর ঘোষিত তফসিলে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ১৬ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লইয়ার্স কাউন্সিল তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী চূড়ান্ত করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক প্রার্থী এম. এ. গফুর। লইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক প্রার্থী ওয়াজিউর রহমান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

