প্রবাসে প্রাথমিক সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে নব উদ্দীপনায় উজ্জীবিত হয়েছেন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রবাসীদের আগামী নির্বাচনে অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্প্রতি প্রবাসে সদস্যপদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং অনলাইনে সদস্য ফি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। রোববার (২ নভেম্বর) মালদ্বীপ সময় বিকেল ৫টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “নির্বাচন সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।”
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “এই প্রথম প্রবাসে বিএনপিকে বিশ্বাস করে এমন সব বাংলাদেশিকে অফিসিয়াল সদস্যপদ দেওয়ার উদ্যোগ নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের আগে তার এই দিকনির্দেশনা দলকে নতুন গতি দেবে।”
রাজধানী মালেতে সি-বিল্ডিংয়ের হলরুমে এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত ওই বক্তব্য শোনার জন্য মালদ্বীপ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপদেষ্টা ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, হোসেন সুমন, বাবুল হোসেন, মো. ফারুক, আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, মুক্তার হোসেন মুক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

