ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর অমরাপুর গ্রামে শাকিল মোল্লা (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নিজ বাড়ির ছাদে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানাযায়, নিহত শাকিল ওই গ্রামের ব্যবসায়ী সামাদ মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে শাকিল স্বাভাবিকভাবে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং হাজিগঞ্জ জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। তবে সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “শাকিল ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। শুনেছি, বিয়ে-শাদী সংক্রান্ত কিছু ঝামেলায় ছিল।”
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সকলে শান্তি পাবে।”
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

