কুমিল্লা জেলার তিতাস উপজেলার জাতীয় পার্টির মনোনীত মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ফারুক মিয়া (৫৩) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রবিবার ভোর রাতে উপজেলার শাহপুর এলাকায় সাদেক বেপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আশেপাশের এলাকা তল্লাশি করে ১টি পাইপগান এবং ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর নেতৃত্বে এবং তিতাস থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। একই রাতে শাহপুর উত্তরপাড়া জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড সীসা কার্তুজও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ সাইফুল্লাহ্, তিনি জানান, “উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”
গ্রেপ্তারকৃত ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ মোট দুইটি মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

