নারায়ণগঞ্জ-৪ আসন বাদ রেখে চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭ টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করেন।
নারায়ণগঞ্জে মোট পাঁচটি আসনের মধ্যে চারটিতে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনটি এ মুহূর্তে ফাঁকা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ আসনে গতবারের মতো জোটের প্রার্থীকে ছাড় দেওয়া হতে পারে।
বিএনপি ঘোষিত প্রার্থী অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

