বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা এবং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী এমদাদুল হক খসরুর নেতৃত্বে র্যালিটি ভালুকা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়। পরে এটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সম্পূর্ণ র্যালিজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। দলের প্রতি যুবদল কর্মীদের অবিচল আনুগত্য ও সংগ্রামী চেতনা দেশের তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা এমদাদুল হক খসরুর নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

