মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্ভাবনাময় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রণজিৎ সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার সহ জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আইন-শৃঙ্খলা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয় এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক সভায় সকলকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সতর্ক থাকার পরামর্শ দেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

