AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি জাহিদ আহসান, সম্পাদক আবু বাকের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৬ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি জাহিদ আহসান, সম্পাদক আবু বাকের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মধ্য দিয়ে গঠিত ‘জাতীয় ছাত্রশক্তি’ তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে উত্তরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্বে আছেন মহির আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। আট মাস পর গত ২৩ অক্টোবর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় ছাত্রশক্তি’। নতুন এই সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

এর আগে শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল’ শীর্ষক সম্মেলনে সংগঠনটির নতুন নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি। তবে সেই সময় কমিটি ঘোষণা করা হয়নি। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!