AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি যে বার্তা দিল  দূতাবাস


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
১০:৪৪ পিএম, ২৭ আগস্ট, ২০২৫

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি যে বার্তা দিল  দূতাবাস

কুয়েত প্রবাসী বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বাংলাদেশ দূতাবাস একটি সচেতনতামূলক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলা এবং নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি কুয়েতে বাংলাদেশীদের বিভিন্ন অপরাধ মূলক  কাজে জড়িয়ে পড়ার খবরে বাংলাদেশ দুতাবাস বেশ সরব হয়েছে। একের পর এক নিচ্ছে নানান প্রদক্ষেপ।তারই ধারাবাহিকতায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বুধবার (২৭ আগষ্ট) প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশীদের জন্য  ১০টি নির্দেশনা দেয়া হয়েছে।

১. শ্রম আইন মেনে অভিযোগ দাখিল
কোনো কর্মী বকেয়া বেতন বা কোম্পানির সঙ্গে সমস্যায় পড়লে আইন অনুযায়ী Public Authority for Manpower বা Department of Domestic Labor এ অভিযোগ করতে হবে। কাজে অনুপস্থিত থাকা বা ধর্মঘট করা কুয়েতের আইনে দণ্ডনীয় এবং এতে চাকরি হারানো, ইকামা বাতিল হওয়া ও Absconding Case হতে পারে।

 ২. ইকামা ভঙ্গ করে অন্যত্র কাজ নিষিদ্ধ
ইকামায় উল্লিখিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করা সম্পূর্ণ অবৈধ। আইন ভঙ্গ করলে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশেও ফেরত পাঠানো হতে পারে।

৩. ভিসা ক্রয়-বিক্রয় অপরাধ
কুয়েতে ভিসা কেনা-বেচা উভয়ই দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১,০৬,৭৮০ টাকা। এর বাইরে কোনো অর্থ লেনদেন বে-আইনি।

৪. চুক্তিপত্র ও অধিকার সংরক্ষণ
চাকরিতে যোগদানের সময় কর্মীদের অবশ্যই চুক্তিপত্রে মেয়াদ, বেতন-ভাতা ইত্যাদি যাচাই করে স্বাক্ষর করতে হবে এবং কপি সংরক্ষণ করতে হবে।

৫. আকামা সংক্রান্ত আর্থিক লেনদেন অবৈধ
আকামা নবায়ন, ট্রান্সফার বা ছুটি গ্রহণে কোনো আর্থিক লেনদেন আইনসম্মত নয়।

৬. লেনদেনে লিখিত প্রমাণ জরুরি
শুধু মৌখিক প্রতিশ্রুতি বা বিশ্বাসের ভিত্তিতে টাকা লেনদেন আদালতে গ্রহণযোগ্য নয়। তাই সবসময় রশিদ বা প্রমাণ রাখতে হবে।

৭. ভিক্ষাবৃত্তি ও রাস্তা থেকে মাল সংগ্রহ নিষিদ্ধ
এগুলোকে গর্হিত কাজ হিসেবে গণ্য করা হয় এবং আইনগত শাস্তির আওতায় আনা হয়।

৮. ট্রাফিক আইন মেনে চলা
গাড়ি চালানোর সময় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মানা ও মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে।

৯. অপরাধী চক্র থেকে সাবধান
এটিএম বা আর্থিক জালিয়াতি চক্রে জড়িয়ে পড়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

১০. মাদক সংক্রান্ত অপরাধ থেকে দূরে থাকা
কুয়েতের কারাগারে আটক অধিকাংশ বাংলাদেশি মাদক সংক্রান্ত অপরাধে জড়িত। তাই মাদক পরিবহন, বিক্রয় বা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 


একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!