রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।
বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য ড. শওকাত আলী। তিনি বলেন, “অপপ্রচার বন্ধ করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো পেইজ পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তর থেকে অনুমতি নিতে হবে। এতে অপপ্রচার রোধ করা সম্ভব হবে। যদি কেউ এই নির্দেশনা না মানে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় যথাযথ ব্যবস্থা নেবে।”
সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও শিক্ষার্থীদের একাংশ এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/এ.জে