জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের জন্য দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের দূতাবাস এক আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার (৫আগস্ট) প্রিটোরিয়া দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন মান্যবর হাইকমিশনার শাহ আহমেদ শফি। কোরআন তেলাওয়াত ও তরজমা পাঠের মাধ্যমে সভার সূচনা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি আরো গৌরবান্বিত হয়।
সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতা মেহরাজ মিয়া, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সাবেক প্রধান উপদেষ্টা মমিনুল হক, দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আখতারুজ্জামান, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ মোশাররফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, দাওয়াহ তত্ত্বাবধায়ক মো. শাহাদাত হোসেন, নেক মানি এক্সচেঞ্জের সিইও কাজী ফরহাদ কামাল, শাপলা টিভির সিও নোমান মাহমুদ, যমুনা টিভি আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, এবং আরও অনেকে।
দূতাবাসের প্রথম সচিবসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি ও বিশিষ্ট অতিথিরা। এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসীদের অবদান ও আগামী দিনের নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রবাসী নেতাকর্মীরা ইন্টারনেট বিহীন বাংলাদেশেও রেমিট্যান্স শাটডাউনসহ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেশে গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিয়েছেন।
সভায় আহত, পঙ্গুত্বপ্রাপ্ত ও দৃষ্টিশক্তি হারানো বীর যোদ্ধাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং শহীদ ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আলোকচিত্র, গ্রাফিতি ও প্রামাণ্যচিত্র উপভোগ করেন।
শেষে শহীদদের স্মরণে মোনাজাত ও দোয়া পরিচালনা করে আলোচনা সভা সমাপ্ত হয়।
একুশে সংবাদ//এ.জে