গত এক সপ্তাহে সৌদি আরবে মোট ২২ হাজার ২২২ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আবাসন, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়। শনিবার (২৩ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
আটকদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জন আবাসন আইন ভঙ্গ করেছেন। সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ধরা পড়েছেন ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে আরও ৪ হাজার ৬ জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশ করার অভিযোগে আরও ১ হাজার ৭৮৬ জনকে ধরা হয়। তাদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্য দেশের নাগরিক।
অন্যদিকে, সৌদি আরব থেকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে প্রবেশের চেষ্টা করায় ৩৩ জনকে আটক করা হয়েছে। পরিবহন আইন ভঙ্গের কারণে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের সহায়তা করলে অন্তত ১৫ বছরের কারাদণ্ড ও এক লাখ সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে দোষীদের যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে