AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪১ এএম, ৩০ অক্টোবর, ২০২৫

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার রাতে রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সার্বিক চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার স্থানে সামান্য কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করে।

তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল অব্যাহত ছিল।

এর আগে গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে পথচারী আবুল কালাম (৪২) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে বিকেলে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত আংশিকভাবে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের পর ২৭ অক্টোবর সকাল থেকে পূর্ণ রুটে ট্রেন চলাচল চালু করা হয়।

তবে নিরাপত্তা নিশ্চিত করতে ফার্মগেট এলাকায় পরবর্তী তিন দিন ট্রেনের গতি সীমিত রাখা হয়েছিল বলে জানিয়েছে ডিএমটিসিএল।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!