মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতদের মধ্যে রয়েছেন—সাবের হাসান (৩০), জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্রবাস (৪০)।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম বেরিতা হারিয়ান সূত্রে জানা যায়, কুয়ান্তান থেকে কুয়ালালামপুরগামী একটি টয়োটা আভানজা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশপ্রধান মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, নিহতদের মধ্যে গাড়িচালক সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স মে মাস থেকেই নবায়ন হয়নি।
আহতদের উদ্ধার করে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে। মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের খোঁজা হচ্ছে এবং পুসপাকমের সহায়তায় গাড়িটির যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা যাচাই করা হবে।
পুলিশ সাধারণ জনগণকে মহাসড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং নিয়ম অনুযায়ী গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতের বেলা দীর্ঘপথে যাত্রার আগে যানবাহনের উপযুক্ততা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/জা,নি/এ.জে