মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার কুয়েত। প্রতি বছর অসংখ্য বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমান। এতদিন কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত কোনো বেতন কাঠামো না থাকায়, অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও কম বেতনে কাজ করতে বাধ্য হতেন প্রবাসীরা।
সম্প্রতি এ চিত্রে পরিবর্তন এনেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রথমবারের মতো তারা বাংলাদেশি শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে, যা ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নতুন ভিসার ক্ষেত্রে এই বেতন কাঠামো মানা বাধ্যতামূলক। বেতন কাঠামো না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দূতাবাস।
নতুন কাঠামো অনুযায়ী, গৃহকর্মীদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ১২০ কুয়েতি দিনার। বাসার ড্রাইভার ও রাঁধুনিদের জন্য এই পরিমাণ ১৫০ দিনার। সরকারি চুক্তিভিত্তিক (আকুদ হুকমি) অদক্ষ শ্রমিকদের জন্য ৯০ দিনার, বেসরকারি খাতে (আকুদ আহলি) অদক্ষ শ্রমিকদের জন্য ১২০ দিনার এবং দক্ষ ড্রাইভার ও অন্যান্য দক্ষ শ্রমিকদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ১৫০ দিনার। এসব বেতন দৈনিক ৮ ঘণ্টা কাজের ভিত্তিতে প্রযোজ্য হবে।
কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এটি বাস্তবায়িত হলে বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকতর মর্যাদা ও ন্যা
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

