AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে বিজনেস ক্লাবের নতুন নেতৃত্ব:  দায়িত্বে মেহেদী হাসান ও অর্ঘ্য কুন্ডু



পবিপ্রবিতে বিজনেস ক্লাবের নতুন নেতৃত্ব:  দায়িত্বে মেহেদী হাসান ও অর্ঘ্য কুন্ডু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যবসায় প্রশাসন অনুষদের নিজস্ব ক্লাব, বিজনেস ক্লাবের নতুন কমিটির ঘোষণা দেন ক্লাবের উপদেষ্টা ও শিক্ষকবৃন্দ। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ সেশনের  ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ সেশনের একই অনুষদের শিক্ষার্থী অর্ঘ্য কুন্ডু।

ব্যবসায় প্রশাসন অনুষদে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার এবং আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো: মমিন উদ্দিন।

কমিটির অন্য সদস্যরা হলেন, "এডমিন ও ম্যানেজমেন্ট" বিভাগের  প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সিয়াম উদ্দিন হাওলাদার ও সহ-প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আসমাউল হোসাইন সাব্বির ও আরমান বিন আওলাদ।  "অ্যাডভার্টাইজিং ও প্রমোশন" বিভাগের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জিসান আলম প্রান্ত এবং  সহ-প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ও নাফিয়া নাওয়ার । এছাড়াও "কম্পিটিশন ও ইনোভেশন" বিভাগের  প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ইমরানুর রহমান ইমন  ও সহ-প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সাদিকা আফরিন তানসী  ও মোছা: সুরাইয়া আক্তার। "ল্যাঙ্গুয়েজ ও কালচার" বিভাগের  প্রতিনিধি নির্বাচিত হয়েছেন  মো ফজল রাব্বি ও সহ-প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান নেহাল ও উর্মি  শিকদার।

 "পার্টনারশিপ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স" বিভাগের  প্রতিনিধি নির্বাচিত হয়েছেন প্রার্থ প্রতীম মিত্র ও সহ-প্রতিনিধি নির্বাচিত হয়েছেন পুষ্পিতা  রাণী কুন্ডু এবং ঈপ্সিতা সাবরিন তিতলী। "পাবলিক রিলেশন ও ডকুমেন্টেশন" বিভাগের  প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মো: মাসুদুর রহমান ও সহ-প্রতিনিধি নির্বাচিত হয়েছেন শাহারিমা আক্তার জেমী এবং মাহিমা চৌধুরী। "ওর্য়াকশপ ও ট্রের্নিং"বিভাগের  প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মো: সাদমান সাকিব  ও সহ-প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জোহরা কবির সারাহ এবং সুদীপ্ত মজুমদার। এছাড়াও ক্লাবের কার্যক্রমে সহায়তার জন্য নির্বাচিত করা হয়েছে একাধিক স্বেচ্ছাসেবক সদস্য।

বিজনেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক অর্ঘ্য কুন্ডুকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,“আমরা দেখতে পাচ্ছি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবগুলো জাতীয় পর্যায়েও দৃষ্টান্ত স্থাপন করছে। আমাদের লক্ষ্য—একটি উদ্ভাবনী, শিক্ষাবান্ধব এবং নেতৃত্বগুণে সমৃদ্ধ ক্লাব গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা কেবল প্রোগ্রামের অংশ নয়, বরং নতুন চিন্তা, নেতৃত্ব ও ক্যারিয়ার গঠনের সুযোগ পাবে।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান  বলেন,“এই দায়িত্ব আমার জন্যে একটি গর্বের ও শিক্ষার্থীদের জন্য কাজ করার এক দারুণ সুযোগ। শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ, যাঁদের আস্থায় এই দায়িত্ব পেয়েছি। আমরা চাই, বিজনেস ক্লাব হোক এমন একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে। ক্লাবকে আমরা পেশাগত দক্ষতা অর্জনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই।”

সভাপতি অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে বিজনেস ক্লাবের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের উদ্যম ও সৃজনশীল পরিকল্পনার মধ্য দিয়েই এই ক্লাব বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “শিক্ষার্থীদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা বিকাশে বিজনেস ক্লাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ক্লাবকে আরও গতিশীল ও সময়োপযোগী সংগঠনে রূপ দিতে চাই।”


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!