AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনে ব্যতিক্রমী আয়োজন



জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনে ব্যতিক্রমী আয়োজন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষ্যে জুলাই যোদ্ধাদের স্মরণে সপ্তাহব্যাপী "জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিটোরিয়াতে নিযুক্ত হাইকমিশনার শাহ্ আহমেদ শফী।

উদ্বোধনী দিনের শুরুতে জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শণী করা হয়

হাইকমিশন জানায়, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রোববার বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়াতে আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে।

তিনি আরো জানান, সোমবার ৪ আগস্ট অনুষ্ঠান কেবলমাত্র বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত থাকবে। মঙ্গলবার ৫ আগস্ট জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজনের মধ্য দিয়ে ‍‍`‍‍`জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।

অনুষ্ঠানে দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত অর্ধ শতাধিক পেশাজীবী বাংলাদেশি নাগরিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে

Link copied!