মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাওয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে উদ্যানের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাওয়া বেগম শারীরিকভাবে প্রতিবন্ধী; তার একটি হাত নেই। তিনি আন্তঃনগর ট্রেনে ভিক্ষা করতেন। শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের চাকায় তার দুই পা কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, “মৃত নারীর নাম হাওয়া বেগম (৪৫), বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

