ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় লোকেশন সুয়েটোতে কোরবানির গোসত বিতরণ করেছে।
গত শনিবার বিকেল ৪টার সময় সুয়েটো রকব্বিল ঈসা জামে মসজিদ প্রাঙ্গণে দরিদ্র কৃষ্ণাঙ্গ মুসলমানদের মাঝে কোরবানির গোসত বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, দাওয়াহ সম্পাদক আব্দুর রাকিব, রকব্বিল ঈসা জামে মসজিদের খতিব মাওলানা নুর উদ্দিন (বেনিন), সুয়েটো মুসলিম কমিউনিটির নেতা আমীর শেইখ, মো. দাউদ, ইব্রাহীম আহমেদ, মো. মোস্তফা, আব্দুল মালেক, মো. ইব্রাহীম প্রমুখ।
এসময় সুয়েটোর হোয়াইট সিটি, মোলাফো, রকব্বিল, ফিতাসবার্গ, মাকাপান, ফিরিসহ আশপাশের মুসলমানরা কোরবানির এই গোসত উপহার গ্রহণ করতে সুটে আসেন। যে সকল মুসলমান অনুপস্থিত তাদের বাসায় কোরবানি উপহার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্স।
সভাপতি বলেন, আমাদের সহযোগিতায় ব্যক্তি যেমন উপকৃত হবে, ঠিক তেমনি বাংলাদেশিদের প্রতি দক্ষিণ আফ্রিকার মুসলমানদের ভেতর ভালো বার্তা পৌছাবে ইনশাআল্লাহ।
একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে