দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা সংগঠক ওসামা আব্দুল্লাহ নেতৃত্বে দুবাইয়ের ব্যবসায়ী কুয়েতে বিভিন্ন মার্কেটে ব্যবসায়ী প্রতিষ্ঠান কোম্পানি পরিদর্শনে আসেন। কুয়েতের বিভিন্ন কোম্পানির ও মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের সাথে দুবাই ও কুয়েত আমদানি রপ্তানির বিভিন্ন চুক্তিবদ্ধ হন। দুবাই ব্যবসায়ী ও কুয়েতের ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর কারখানা পরিদর্শন করেন।
এদিকে দুবাই ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে সৌজন্যসাক্ষাৎ করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত কুয়েতের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ওসামা আব্দুল্লাহ , ইব্রাহিম আহমেদ সিআইপি, রাসেল আহমদ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মো. ফুয়াদ আহমদ, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, সাংগঠনিক সম্পাদক আহাদ সাহেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান। দুবাই প্রতিনিধি দলকে বিভিন্ন বিষয়ে অবহিতকরণ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। দুবাই ব্যবসায়ীদের সম্মানে রাতের খাবারের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে