সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিকরা ২০২৬ সাল থেকে নির্দিষ্ট কিছু এলাকায় বাড়ি বা অন্যান্য সম্পত্তি কেনার সুযোগ পাবেন। দেশটির সরকার নতুন এক আইনের মাধ্যমে এই অনুমোদন দিয়েছে, যা বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৌদি আরবে সম্পত্তি কেনার বৈধতা দেবে।
নতুন আইনের অধীনে প্রাথমিকভাবে নিচের এলাকাগুলোতে বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন:
রিয়াদ, জেদ্দা এবং আরও কিছু নির্ধারিত অঞ্চল, যেগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
তবে মক্কা ও মদিনা শহরে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার কারণে বাড়ি কেনার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকবে এবং এসব এলাকায় সম্পত্তি কেনার জন্য আলাদা অনুমোদন নিতে হবে।
এই আইন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এর আগে ‘ইস্তিতা’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে নিয়মকানুন ও অনুমোদিত এলাকার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এবং সবার মতামত গ্রহণের জন্য এটি উন্মুক্ত রাখা হবে। এই প্রক্রিয়া চলবে ১৮০ দিন।
বিদেশি নাগরিকরা ব্যক্তিগতভাবে, বিদেশি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠান ।
এই পদক্ষেপ সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে নেয়া হয়েছে, যার লক্ষ্য হচ্ছে: আবাসন খাতে বৈচিত্র্য আনা, বিদেশি বিনিয়োগ বাড়ানো, নতুন প্রকল্প ও শহরগুলোতে (যেমন রিয়াদ, জেদ্দা, নিওম) উন্নয়ন ত্বরান্বিত করা ।
ইস্তিতা’ ওয়েবসাইটে চোখ রাখুন নিয়ম ও এলাকাভিত্তিক তথ্যের জন্য, সম্ভাব্য ডেভেলপারদের প্রকল্প সম্পর্কে আগাম ধারণা নিন, ২০২৫ সালের মধ্যে চূড়ান্ত নীতিমালা প্রকাশের জন্য প্রস্তুত থাকুন ।
বিশ্লেষকদের মতে, দুবাই, আবু ধাবি, এবং দোহা ইতিমধ্যে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ দিয়ে সফলতা পেয়েছে। সৌদি আরবও একই পথে এগোলে, রিয়াদ ও জেদ্দা মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ গন্তব্য হয়ে উঠতে পারে।
একুশে সংবাদ/জা.নি/এ.জে