চলমান রাজনৈতিক সংস্কারপ্রক্রিয়া নির্বাচনোত্তর সংসদের ওপর ছেড়ে না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল থেকেই তা কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আগামীকাল রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা ‘নতুন বাংলাদেশের ইশতেহারে’ তুলে ধরা হবে। এর অংশ হিসেবে আমরা জুলাই মাসজুড়ে পদযাত্রা ও কর্মসূচি পালন করেছি। এ পদযাত্রায় অংশ নেওয়া সব ব্যক্তি ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি জানান, “জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল বিচারব্যবস্থা সংস্কার ও একটি নতুন সংবিধান প্রণয়ন। আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্রের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব পক্ষের অংশগ্রহণে এই সনদ প্রকাশিত হবে—আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।”
তবে তিনি জানান, “জুলাই সনদের অনেক বিষয়ে ঐকমত্য থাকলেও কিছু বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এখনো এসব মতপার্থক্য বা বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করা হয়নি। সনদের আইনি কাঠামো স্পষ্ট হলেই সব পক্ষ আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করবে।”
এনসিপি আহ্বায়ক আরও বলেন, “আমরা চাই জুলাই সনদের একটি শক্তিশালী আইনি ভিত্তি থাকুক, এবং তার ভিত্তিতেই নির্বাচন, নতুন সংসদ বা গণপরিষদ গঠিত হোক। এই সংস্কার কার্যক্রম শুধু নির্বাচনের পর বাস্তবায়নের জন্য নয়, বরং এখন থেকেই—অন্তর্বর্তী সরকারের আমল থেকেই তা কার্যকর হতে হবে।”
একুশে সংবাদ/স.ট/এ.জে