AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজ জেলায় নাগরিক সংবর্ধনা পেলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান



নিজ জেলায় নাগরিক সংবর্ধনা পেলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি ও জামালপুরের কৃতী সন্তান মো. খলিলুর রহমানকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন তার নিজ জেলার নেতাকর্মীরা।

গতকাল সন্ধ্যায় জামিরন নেছা টেক্সটাইল ইনস্টিটিউট অডিটোরিয়ামে সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ নাগরিক সংবর্ধনার আয়োজন করেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে মালদ্বীপে অবস্থান করেও এলাকার মামলা-হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতাস্বরূপ নেতাকর্মীরা প্রবাসী এ বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নাগরিক সংবর্ধনায় সম্মানিত করেন।

আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইটাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন মাস্টারসহ বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান সংগ্রাম সফল করতে দেশে ও প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিগত দিনের মতো আগামীতেও আমি নিজ জেলা এবং দলের নেতাকর্মীদের পাশে থাকব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে ইটাইল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!