মধ্যপ্রাচ্যের দেশ তেল সমৃদ্ধকারী দেশ কুয়েত। দেশটিতে বরাবরই অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের উপর চালানো হয় বিভিন্ন অভিযান। অভিযানের অংশ হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মে ও জুন মাসে প্রায় ৬,৩০০ প্রবাসীকে কুয়েত থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের দেশে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম গালপ নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, কারাগার বিভাগাধীন ডিপোর্টেশন ও ডিটেনশন বিভাগের পরিসংখ্যান থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত সরকার রেসিডেন্সি (বসবাসের অনুমতি) এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নে অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, যারা আইন লঙ্ঘন করছেন, তাদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।
দেশে ফেরত পাঠানোদের মধ্যে অনেকেই আইন প্রয়োগকারী বিভিন্ন বিভাগের হাতে আটক হয়েছিলেন। এরপর তাদের ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয়। এছাড়া অনেককে আদালতের আদেশ অনুযায়ী দেশে ফেরত পাঠানো হয়েছে।
ডিপোর্টেশন বিভাগ জানিয়েছে, প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আটক থাকা ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় পরিষেবাও দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি রেসিডেন্সি ও শ্রমবাজার ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপের অংশ হিসেবে এই অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে