জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৩ আগস্ট) শাহবাগে অনুষ্ঠিতব্য এ কর্মসূচি নিয়ে শনিবার এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “গত জুনে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতিও গ্রহণ করি। সেই অনুযায়ী আমরাই ঐ স্থানে সমাবেশ আয়োজনের একমাত্র বৈধ দাবিদার ছিলাম।”
তবে তিনি জানান, “পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতারা ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের অনুরোধ জানালে, উদার গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপার্থক্যের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশস্থল পরিবর্তনের সিদ্ধান্ত নেই এবং শাহবাগকে নতুন ভেন্যু হিসেবে নির্বাচন করি।”
নাছির আরও বলেন, “রাজধানীর ব্যস্ত এলাকায় কর্মদিবসে সমাবেশ হলে কিছুটা জনদুর্ভোগ হতে পারে—এ বিষয়ে আমরা সচেতন। তবে বৃহত্তর ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জাতীয় স্বার্থে দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের এই সিদ্ধান্ত।”
তিনি বলেন, “আমরা ছাত্রদলের পক্ষ থেকে নগরবাসীর সম্ভাব্য দুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি এবং আশা করি, জনগণ বিষয়টি সহনশীলতা ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।”
ছাত্রদলের পক্ষ থেকে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত গ্রহণে আরও অধিকতর সতর্কতা ও সমন্বয়ের প্রতিশ্রুতি জানানো হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে