ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদ ও তাদের জন্য মিশরের রাফাহ ক্রসিং খুলে দেওয়ার দাবিতে দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) সকাল ১০টায় দেশটির বাণিজ্যিক রাজধানী জোহানসবার্গের ফোজসবার্গে নিউটাউন মিউজিয়ামের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফোরাম অব আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকাস্থ ফিলিস্তিন সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মিশরের রাফাহ ক্রসিং খুলে দেওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেম, কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, কেন্দ্রীয় দাওয়াহ ও প্রকাশনা সম্পাদক আবু তৈয়ব খোকন, ঘাউটেং প্রভিন্সের সহকারী সেক্রেটারি হাফেজ শেখ মাসিদ, অফিস সম্পাদক আবু নাঈম, পাঠাগার সম্পাদক আশফাকুজ্জামান দিপু, প্রচার ও মিডিয়া সম্পাদক নাসির উদ্দিন, আমিরুল ইসলাম, হুমায়ুন কবির, মো. সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, ইখওয়ান মুসলিমিন দক্ষিণ আফ্রিকার সভাপতি শায়েখ আহমেদ জামাল, দক্ষিণ আফ্রিকা ওলামা অ্যাসোসিয়েশন, ইকসা পাকিস্তান, তুরস্ক, সোমালিয়া, ইথিওপিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ সহ দেশটির ক্ষমতাশীল দল এ.এন.সির নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :