ভোলায় বিএনপি ও বিজেপির (বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা পার্টি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জেলা বিএনপি এবং বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করছিল। দুপুরের দিকে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়।
এ সময় বিএনপি নেতা-কর্মীরাও মহাজনপট্টি এলাকা থেকে সমাবেশ শেষে মিছিল নিয়ে নতুন বাজারের দিকে এগিয়ে যান। পৌর ভবনের সামনে দুই পক্ষের মুখোমুখি হলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষে উভয় দলের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে দুপুর পর্যন্ত নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

