দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে প্রিটোরিয়াস্থ হাই কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে হাইকমিশনের গৃহিত পদক্ষেপ, প্রবাসীদের নাগরিক সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন হাইকমিশনার শাহ আহমেদ শফী।
সভায় উপস্থিত ছিলেন দুতাবাসের তিন জন ১ম সচিব যথাক্রমে ড. কাজী জাকির হোসেন, আলমগীর হোসেন, মো: তৌহিদ হোসেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাপলা টিভি ডট কম-এর প্রধান নির্বাহী নোমান মাহমুদ, যমুনা টিভির প্রতিনিধি নুরুল আলম, সময় টিভির প্রতিনিধি (অনলাইনে) মিজানুর রহমান, আরটিভি প্রতিনিধি ফারুক আস্তানা, যুগান্তর প্রতিনিধি শরীফ উদ্দিন ও মিডিয়াকর্মী রুবেল আহমদ।
একুশে সংবাদ//দ.আ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :