AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিয়াল ফেয়ারে বাংলাদেশ স্টলের উদ্বোধন


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৪:৪৮ পিএম, ২৩ অক্টোবর, ২০২৪

সিয়াল ফেয়ারে বাংলাদেশ স্টলের উদ্বোধন

পৃথিবীর সবচেয়ে বৃহৎ খাদ্য মেলার মধ্যে অন্যতম প্যারিসে অনুষ্ঠিত সিয়াল ফেয়ার। মেলাটির ৬০তম আসরে বাংলাদেশী স্টল উদ্বোধন করলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। মেলার মূল আসর উদ্বোধন করেন ফ্রান্স সরকারের কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্দে। এতে ৩ লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে।

এবারের মেলায় বিশ্বের ১৬৩ দেশ থেকে সাত হাজার এর উপর কোম্পানি অংশ নিয়েছে । ব্যক্তি উদ্যোগে বাংলাদেশের ওয়াক ফুড, সিটি গ্রুপ, প্রাণ, বসুন্ধরা, কাজী ফার্মস, এসিআই, আকিজ ফুডস–সহ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়।

ওয়াক ফুড এর আয়োজনে বাংলাদেশী স্টল উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান।

স্টল উদ্বোধনকালে, রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক এসকল মেলায় বাংলাদেশী স্টল বৃদ্ধি না হলে আন্তর্জাতিক মার্কেটে বাংলাদেশী প্রোডাক্ট ব্র্যান্ডিং এ বাধার সম্মুখীন হবে। ইপিবি সহ ব্যক্তি উদ্যোগে কোম্পনিগুলোকে এসকল মেলায় অংশ নেয়ার আহবান জানান তিনি।

মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে সিটি গ্রুপ। পণ্যের গুণগত মান নিশ্চিত করা ও সুচারু মার্কেটিংয়ের মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশ করা এবং ঘরে ঘরে বেকারি পণ্যের জনপ্রিয়তা অর্জন করা তাদের অন্যতম লক্ষ্য বলে জানান সিটি গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন।

ফ্রান্সের প্যারিসে এবারের SIAL প্রদর্শনীতে অংশ নিয়ে উদ্বোধনী দিনে ওয়াক গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘ওয়াক গ্রুপ ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের চাহিদা মেটানোর পাশাপাশি ইউরোপীয়দের হাতে পৌঁছানোর জন্য সদুর প্রসারী পরিকল্পনা অনুসারে কাজ শুরু করেছে।’

মেলায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার ব্যবসায়ীদের ইউরোপে বাংলাদেশি পণ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!