মালয়েশিয়ায় ইফতারের সময় কমলার জুস খাওয়াকে কেন্দ্র করে এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার পাকিস্তানি সহকর্মী।
বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান মালয়েশিয়ার শাহ আলম জেলার পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।
মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) ইফতারের সময় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬’র একটি কারখানার শ্রমিক হোস্টেলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ইকবাল বলেন, সন্দেহভাজন ৫১ বছর বয়সী পাকিস্তানি নাগরিক রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই বাংলাদশিকে একাধিকবার আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদন দায়েরের ১০ মিনিট পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২০ মার্চ) সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে জানান পুলিশপ্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহিম।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

