তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে ঘটে এই দুর্ঘটনা। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, একজন আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন। তার বরাতে বলা হয়, ১৮ জন আরোহী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরই নৌকায় পানি ঢুকে সেটি ডুবে যায়।
উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন, যিনি বোডরুম উপকূলের কাছের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। সমুদ্র থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
নিখোঁজদের সন্ধানে চারটি কোস্টগার্ড নৌযান, একটি হেলিকপ্টার এবং বিশেষ ডাইভিং টিম তল্লাশি অভিযান চালাচ্ছে।
এজিয়ান সাগর ইউরোপে পৌঁছানোর অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। প্রতিবছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে হাজারো অভিবাসী এই নৌপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। বর্তমানে তুরস্কে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত বিপুলসংখ্যক শরণার্থী বসবাস করছে।
তুরস্কের অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসী আটক হয়েছিল। চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত আটক হয়েছে ১ লাখ ২২ হাজারেরও বেশি অভিবাসী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

