রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে, আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে কালশী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের উপরের তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।
ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় আরও চারটি ইউনিট সেখানে যাচ্ছে।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

