AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক সপ্তাহে ইউক্রেনের আরও ১০ এলাকায় দখল নিলো রুশ বাহিনী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:১৭ এএম, ২৫ অক্টোবর, ২০২৫

এক সপ্তাহে ইউক্রেনের আরও ১০ এলাকায় দখল নিলো রুশ বাহিনী

ইউক্রেনে অভিযানরত রুশ সেনারা গত এক সপ্তাহে নতুন করে ১০টি এলাকা বা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশে এই অগ্রগতি ঘটেছে। একই সময় রুশ বাহিনী ইউক্রেনের ২২টি গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের গুদাম ধ্বংস করেছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী একাধিকবার রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার চেষ্টা করেছিল, তবে প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। এ সময় ইউক্রেন হারিয়েছে একটি এসইউ–২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড বোমা, ১৫টি হিমার্স রকেট ও ১ হাজার ৪৪১টি ড্রোন।

রাশিয়ার এই দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে দেশটির দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনসহ চারটি প্রদেশের বিশাল অংশ দখলে নিয়েছে রুশ বাহিনী, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। দুই দেশের মধ্যে তীব্র সংঘাত এখনো অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!