AB Bank
ঢাকা রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিক অপহরণ, গ্রেফতার ৬


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১২:৪২ পিএম, ১৪ নভেম্বর, ২০২৩
মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিক অপহরণ, গ্রেফতার ৬

মালয়েশিয়ায় এক বাংলাদেশি সাংবাদিককে অপহরণের অভিযোগে স্থানীয় তিন সরকারি কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান।

পুলিশ জানিয়েছে, গত ৭ নভেম্বর অপহরণের ঘটনা ঘটে। অপহৃত বাংলাদেশি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক। অপহরণের তিনদিন পর ৯ নভেম্বর তাকে ছেড়ে দেয়া হয়। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

অপহরণের পর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক বিবৃতিতে সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান বলেন, অপহরণের পর অপহৃত সাংবাদিকের ভাতিজা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ক্লাং উপত্যকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে অপহৃত সাংবাদিকের ভাতিজা পুলিশকে জানান, অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোনে দিয়ে তৃতীয় একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার জন্য বলে এবং বিষয়টি পুলিশকে না জানানোর সতর্ক করে। 

অপহরণকারীরা তার কাছে সাংবাদিকের জন্য মুক্তিপণ দাবি করে বলে, টাকা দিয়ে সে যেন তার চাচাকে ছাড়িয়ে নিয়ে আসে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযান চালিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অপহরণের সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। 

সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান জানান, তিন সরকারি কর্মচারীকে আরও তদন্তের জন্য গোম্বাক জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (বিএসজে) কার্যালয়ে ডেকে পাঠানো হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়। 

এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় তিন বেসামরিক নাগরিককেও গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আরও তিনজন সন্দেহভাজনকে গ্রেফতারে অভিযান চলছে। 

পুলিশ জানিয়েছে, প্রথম তিনজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৮৫ ধারা এবং অপর তিনজনকে ৩৪২ ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদর দুই দিনের জন্য রিমান্ডে নেয়া হয়।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!