চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মানস কান্তি দাশের রাজকীয় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় আবেগঘন এক বিদায়ী উৎসবে।
বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক হিসেবে ৩৭ বছর ধরে শিক্ষকতা করা মানস কান্তি দাশ বৃহস্পতিবার (৬ নভেম্বর) অবসরে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গাড়িতে করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিদ্যালয়ের এক কিলোমিটার দীর্ঘ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গনি। প্রধান আলোচনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক এবং সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ ফেরদাউস, তাহমিনা আক্তার, সুধীর চক্রবর্তী, প্রজাপতি পাল, করিমুন্নেছা বেগম, জুয়েল চৌধুরী, মো. শরীফ উদ্দিন, মোছা. শারমিন আক্তার, সৌরভ দেবনাথ, মো. শফিউল আলম, অপর্ণা রানী দাস, সাজ্জাদ হোসেন, অভিজিৎ চৌধুরী, রতন দাশ, মোছা. ফাতেমা বেগম, মুহাম্মদ দিদারুল হক, টিপলু বৈদ্য প্রমুখ।
বিদায়ী শিক্ষক মানস কান্তি দাশ আবেগভরে বলেন, “দীর্ঘ ৩৭ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আজ আমার শেষ কর্মদিবস। প্রিয় স্থান, প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের ছেড়ে যেতে হচ্ছে — এটা আমার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। এই ভালোবাসা ও শ্রদ্ধা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। দোয়া করবেন, যেন অবসর জীবনে পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারি।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক বলেন, “মানস স্যার সততা ও নিষ্ঠার সঙ্গে ৩৭ বছর শিক্ষকতা করেছেন। তিনি আমাদের প্রতিষ্ঠানের অন্যতম স্তম্ভ। আজ তিনি অবসরে গেলেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

