AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত



মৌলভীবাজারে খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, আগামী নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থীদের ভোট দিয়ে শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব ঘটাতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ন্যায়বিচার, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের সাহসী তরুণরা আমাদের পথ দেখিয়েছেন। তরুণদের রক্তের পথ অনুসরণ করে সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারে খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমান, এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলাম সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন মহাসচিব এবং কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মাসউদ খান।

বিশেষ অতিথি ছিলেন:কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনাল ইনচার্জ অধ্যক্ষ মওলানা শামসুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা জোন পরিচালক, মৌলভীবাজার-৩ আসনের সংসদ প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সালমান হোসাইন, মৌলভীবাজার শহর শাখার সভাপতি ফখরুল ইসলাম ফয়সল ।

অন্যান্য বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যের বিকল্প নেই। বিগত ৫৪ বছরে ক্ষমতায় থাকা যেকোনো দলই দুর্নীতি করেছে। ফ্যাসিস্ট শাসনের সময়ে দেশে একদলীয় লুটপাট, খুন-গুম ও অপকর্মের রাজত্ব কায়েম হয়েছিল। তাই সুশাসন ও ইনসাফ কায়েমের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

তারা ভোটকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে বলেন, "অর্থ ও পেশিশক্তিকে দেখিয়ে নয়, বিবেকের সঙ্গে ভোট দিতে হবে। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়। দেশে সব দলের শাসন মানুষ দেখেছে, এবার ইসলামপন্থীদের শাসন দেখার পালা।"

এ সময় জেলা শাখার উপদেষ্টাবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!