AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত



নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী সমূর্ত্ত জাহান মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রী সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে আফসানা মিমি ৭৭ ভোট পেয়ে ভিপি, মোছা. আফিয়া ইসলাম ঐশী ১০১ ভোট পেয়ে জিএস এবং ফারহানা আক্তার নীলা ১১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৮৪৪ ভোটের বিপরীতে ভিপি, জিএস ও ক্রীড়া সম্পাদক এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ১২টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

দিবসভর কলেজ প্রাঙ্গন ছিল শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ভরা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মো. শহিদুজ্জামান ভূঞা, সহকারী কমিশনার হিসাবে ছিলেন প্রভাষক মো. মইনুল ইসলাম ও প্রভাষক মোছাঃ নাজমা আক্তার, এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল হোসেন।

নব-নির্বাচিত ভিপি আফসানা মিমি বলেন, “এধরনের নির্বাচন দেওয়ার জন্য সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ। জয়-পরাজয় বড় কথা নয়, এটি একধরনের শিক্ষা। তবে সকল শিক্ষার্থীদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, কলেজের সুনাম বয়ে আনব, ইনশাল্লাহ।”

প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবুল হোসেন বলেন, “নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।”

কলেজের অধ্যক্ষ মোছাঃ মাজেদা বেগম জানান, “শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, মেধা বিকাশ ও নেতৃত্ব গঠনের জন্য এই ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল কলেজের প্রথম নির্বাচন। এতে আমার সহকর্মী ও শিক্ষার্থীরা আনন্দিত ও গর্বিত।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!