বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নয় এমন নির্বাচনে সহযোগিতা না করার আহ্বান জানিয়ে জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতিসংঘে পাঠানো এ ধরনের রাজনৈতিক চিঠির কোনো কার্যকর ফলাফল হয় না।”
এর আগে, গত শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর একটি চিঠি পাঠান।
চিঠিতে দলটি অনুরোধ করে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ না আসা পর্যন্ত জাতিসংঘ যেন নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখে। এছাড়া, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ উৎসাহিত করা এবং মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত রাখার বিষয়েও আহ্বান জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, ইউএনডিপির চলমান “ব্যালট প্রকল্প” ও নির্বাচনী সহায়তা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, যা অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

