সৌদি আরবে বাবার সঙ্গে ওমরাহ করতে যাওয়ার সময় মক্কায় সড়ক দুর্ঘটনায় ইফরা বিনতে রহমান (৮) ও হাফছা বিনতে রহমান (২) নামের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুইজন আপন বোন ছিলো। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুদের বাবা রহমত উল্যাহ হেলাল।
সোমবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
রহমত উল্যাহ হেলালের চাচা মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রহমত উল্যাহ হেলাল সৌদির একটি মার্কেটে ম্যানেজার পদে দীর্ঘ ১৫বছর ধরে চাকরি করে আসছিলেন। এরই মধ্যে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে যান ওই দেশে। গত কয়েক বছর ধরে মদিনায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। সোমবার বিকালে ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মক্কার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার যোগে রওনা করেন হেলাল। তাদের গাড়িটি মক্কার কাছাকাছি পৌঁছলে পিছন থেকে একটি মালবাহী কার্ভাডভ্যান তাদের প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি ধুমড়ে মুছড়ে গিয়ে গাড়িতে থাকা হেলাল, ইফতা ও হাফসা আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। আহত হেলালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার মো. আলাউদ্দিন বলেন, প্রবাসী হেলাল পরিবারের পাঁচ সদস্য নিয়ে কর্মস্থল মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন। পথে তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে গুরুতর আহত হয় ইফরা ও হাফসা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রহমত উল্যাহ হেলালের বোন তাহেরা আক্তার রূপা বলেন, আমার বড় ভাইয়ের তিন মেয়ে। ভাবিসহ তারা নিজেদের প্রাইভেটকারে করে মক্কায় যাচ্ছিলেন ওমরা করতে। পথিমধ্যে পেছন থেকে আসা একটি লরি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ইফরা ও হাফসা ঘটনাস্থলে মারা যায়। তাদের সৌদি আরবের জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। আমার ভাই-ভাবি চিকিৎসাধীন।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :