AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পাবনা
১০:৫২ এএম, ৮ নভেম্বর, ২০২৫

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, পাবনায় পৌঁছে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। এরপর নিজের বাসভবনে অবস্থান ও নিকট আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

রাতযাপন করবেন পাবনা সার্কিট হাউজে। সফরের দ্বিতীয় দিন রোববার সকালে পুনরায় গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটি তার প্রথম পাবনা সফর। এর আগে রাষ্ট্রপতি হিসেবে তিনি চার দফা পাবনা সফর করেন— ২০২৩ সালের ১৫ মে, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি ও ৯ জুন।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন।

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!