AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার



মোংলায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেওলাবুনিয়া গ্রামসংলগ্ন পশুর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সুফল কুমার ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশ উদ্ধার করেন।

মোংলা থানা সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ যদি লাশটির পরিচয় শনাক্তে সহায়তা করতে পারেন, তবে মোংলা থানা বা নৌ-পুলিশ ফাঁড়ির সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, “লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!