AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো সংশয় নেই: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২১ এএম, ৪ অক্টোবর, ২০২৫

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কোনো সংশয় নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা সংশয়ের জায়গা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দিকনির্দেশনা দিয়েছেন, তার আলোকে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আন্তর্জাতিক মহলের পূর্ণ সমর্থন রয়েছে।

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “এই সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। অধিবেশন ছাড়াও প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন মহলের সঙ্গে যে বৈঠকগুলো হয়েছে, সেগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে প্রধান উপদেষ্টা সফরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছেন, যা দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করেছে।

নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রশ্ন করলে ফখরুল বলেন, “আমরা এটিকে বড় কোনো বিষয় মনে করি না। অতীতেও এমন ঘটনা ঘটেছে। এগুলো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!