AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব: রফিকুল ইসলাম খান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৯ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারীসেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত তারা সর্বোচ্চভাবে তাদের পাশে দাঁড়াবেন এবং সংগ্রাম অব্যাহত রাখবেন।

শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটেই জামায়াতের ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশ আয়ােজিত হয় গাজায় মানবিক ত্রাণ বহনকারী নৌবহর আটকের পরে গ্রেটা থানবার্গসহ বহু কর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে।

রফিকুল ইসলাম খান বলেন, ইসরায়েলি সেনাদের অভিযান নৃশংস এবং গাজার সাধারণ মানুষ—বিশেষত নারী ও শিশু—এরাই সবচেয়ে গুরুতর আঁচ পাচ্ছে। তবুও বিশ্বব্যাপী হাজারো মানুষ ফিলিস্তিনের মুক্তির পক্ষে অবস্থান নিচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু শক্তিধর দেশ ইসরায়েলের পক্ষে অস্ত্র ও কূটনৈতিক সমর্থন জোগাচ্ছে, যা মানবতার বিরুদ্ধে একটি অনুপযুক্ত সহায়তার সাক্ষ্য।

তিনি আরো বলেন, “শহীদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে।” পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ব্যবস্থাকে বন্ধ করতে, দখলকৃত অঞ্চলে স্বাধীনতা ফিরিয়ে দিতে এবং আটক ত্রাণকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। বাংলাদেশ সরকারের নিন্দা ও মুক্তির আহ্বান তিনি স্বাগত জানিয়েছেন।

রফিকুল ইসলাম খান ভবিষ্যতে বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীনতা অর্জন না করে, মুসলিম জনগণের সহানুভূতি, প্রতিবাদ ও সংগ্রাম চলতেই থাকবে। সমাবেশে ঢাকার স্থানীয় ও কেন্দ্রীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন; সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর-এ আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!